Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় টাঙ্গাইলে আপনাকে স্বাগতম


গণশুনানির পরিসংখ্যান


২০১৭ সালে কমিশন চট্টগ্রাম অয়াসা, চটগ্রাম মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম ডিপিডিসিসহ ৩২ উপজেলায় অবস্থিত সকল সরকারি অফিস যেমন উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস, উপজেলা সমবায় ও সমাজ সেবা অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডসহ সকল সরকারি দপ্তরে সেবা প্রদান সংক্রান্ত বিষয়ের উপর গণশুনানি বাস্তবায়ন করা হয়েছে। এসকল গণশুনানির মাধ্যমে ২০১৭ সালে কমিশন তৃনমূল পর্যায়ের নাগরিকদের নিকট থেকে প্রাপ্ত ৬৭৮টি অফিযোগের মধ্যে ৫৮৮টি অভিযোগ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

 

কমিশন ২০১৮ সালে ঢাকার সাভার, কক্সবাজারের চকরিয়া, ময়মনসিংহের মুক্তাগাছা, রাজশাহীর চারঘাট এবং খুলনার রূপসা উপজেলায় ফলোআপ গণশুনানি কার্যক্রম বাস্তবায়ন করেছে। এসকল উপজেলায় ইতোপূর্বে অনুষ্ঠিত গণশুনানিতে উত্থাপিত যেসকল অনিষ্পন্ন অভিযোগ ছিল, তার অধিকাংশ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। নিম্নে বিগত চার বছরের তুলনামূলক পরিসংখ্যান দেওয়া হয়েছে।

ই-মেইল: dg.prevention@acc.org.bd