Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দুর্নীতি বিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে।
বিস্তারিত

দু্র্নীতি দমন কমিশন গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানের কর্মসূচী নিম্নরুপ:


তারিখ, সময় ও স্থান

কর্মসূচী

বিভাগ

বিষয়

অংশগ্রহণের ধরণ

২২/০৪/২০২৫ খ্রি. (মঙ্গলবার)


লিখিত রচনা

৬ষ্ঠ-১০ম শ্রেণি

দুর্নীতিমুক্ত ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠায় করণীয়

বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে দুদক, টাঙ্গাইল/শিশু একাডেমি, টাঙ্গাইল অফিসে জমা দিতে হবে

২২/০৪/২০২৫ খ্রি. (মঙ্গলবার)

বিকাল ০৪.০০ ঘটিকা

বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল


চিত্রাঙ্কন

ক:  শিশু-২য় শ্রেণি


দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন

অনুষ্ঠানের দিন সরাসরি অংশগ্রহণ

খ:  ৩য়-৫ম শ্রেণি

গ:  ৬ষ্ঠ-১০ম শ্রেণি

২২/০৪/২০২৫ খ্রি. (মঙ্গলবার)

বিকাল ০৫.০০ ঘটিকা

বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল

আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান

প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এরপর বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।


রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য করণীয়:


  • রচনা স্বহস্তে লিখিত হতে হবে;
  • রচনা বাংলা ভাষায় লিখতে হবে। তবে কোন উদ্ধৃতি বা কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের গৃহীত কার্যক্রম/বক্তব্য কোট আনকোট করে ইংরেজী ভাষা ব্যবহার করা যাবে, তথ্যসূত্র যথাযথভাবে উল্লেখ করতে হবে এবং Plagiarism করা যাবে না;
  • রচনার টপশীটে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল (যদি থাকে) উল্লেখ করতে হবে। মূল রচনার কোন পৃষ্ঠায় এ সকল তথ্য উল্লেখ করা যাবে না, অন্যথায় রচনা সরাসরি বাতিল বলে গণ্য হবে;
  • রচনা সর্বোচ্চ ১০০০-১২০০ শব্দের মধ্যে হতে হবে এবং
  • ২২ এপ্রিল, ২০২৫ খ্রি. তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে রচনার পাণ্ডুলিপি ডাকযোগে, ই-মেইলে (dd.ido.tangail@acc.org.bd) অথবা সরাসরি দুদক, জেলা কার্যালয়, টাঙ্গাইল/বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল অফিসে পৌছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত রচনা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।


নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট পূর্বে প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে হবে। বিজ্ঞপ্তিটি আপনার প্রতিষ্ঠানে বহুল প্রচার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।


তারিখ ও সময়
22-04-2025 04:00:00
শেষের সময়
22-04-2025 06:00:00
স্থান
বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল
যোগাযোগ
০১৭১৬-২১০৮০৪