দু্র্নীতি দমন কমিশন গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত অনুষ্ঠানের কর্মসূচী নিম্নরুপ:
তারিখ, সময় ও স্থান |
কর্মসূচী |
বিভাগ |
বিষয় |
অংশগ্রহণের ধরণ |
২২/০৪/২০২৫ খ্রি. (মঙ্গলবার)
|
লিখিত রচনা |
৬ষ্ঠ-১০ম শ্রেণি |
দুর্নীতিমুক্ত ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠায় করণীয় |
বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে দুদক, টাঙ্গাইল/শিশু একাডেমি, টাঙ্গাইল অফিসে জমা দিতে হবে |
২২/০৪/২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকাল ০৪.০০ ঘটিকা বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল |
|
ক: শিশু-২য় শ্রেণি |
দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন |
অনুষ্ঠানের দিন সরাসরি অংশগ্রহণ |
খ: ৩য়-৫ম শ্রেণি |
||||
গ: ৬ষ্ঠ-১০ম শ্রেণি |
||||
২২/০৪/২০২৫ খ্রি. (মঙ্গলবার) বিকাল ০৫.০০ ঘটিকা বাংলাদেশ শিশু একাডেমি, টাঙ্গাইল |
আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান |
প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং এরপর বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হবে। |
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য করণীয়:
নির্ধারিত সময়ের কমপক্ষে ১০ মিনিট পূর্বে প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে হবে। বিজ্ঞপ্তিটি আপনার প্রতিষ্ঠানে বহুল প্রচার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস