Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রুপকল্প ও লক্ষ্য


দুর্নীতি দমন কমিশনের রুপকল্প:


"সমাজের সর্বস্তরে প্রবাহমান একটি শক্তিশালী দুর্নীতিবিরোধী সংস্কৃতির চর্চা এবং এর প্রসার সুনিশ্চিত করা"


 


দুর্নীতি দমন কমিশনের লক্ষ্য:


"অব্যাহতভাবে দুর্নীতির দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশ সাধন করা"


 


কমিশনের তিনটি কৌশলগত লক্ষ্য


  • শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন;
  • বিদ্যমান কার্যপদ্ধতি পর্যালোচনার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা; এবং
  • শিক্ষা, উত্তম চর্চার বিকাশ ও সচেতনামূলক প্রচারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা।

 


উপরিউক্ত কৌশলগত লক্ষ্যগুলো চারটি সহায়ক লক্ষ্য দ্বারা সমর্থিত:


  • প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়ন করা;
  • পরিচালনাপদ্ধতি প্রণয়ন;
  • মানবসম্পদ সহায়তা ও উন্নত আভ্যন্তরীণ শাসনপদ্ধতি প্রদান করা; এবং
  • উন্নত আর্থিক ও কারিগরি (লজিস্টিক) সহায়তা প্রদান।