’সততা সংঘ’ -তরুণদের দুর্নীতি-বিরোধী মঞ্চঃ
'সততা সংঘ' হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, মূল্যবোধকে গ্রোথিত করার মানসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন। আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে আজকের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তাই তাদের নৈতিকতা ও সততা হতে হবে সমাজের কালোত্তীর্ণ নীতি অ প্রথার প্রতি নিঃশর্ত অনুগত্য। দুর্নীতি দমন কমিশন 'সততাই সর্বোত্তম নীতি'- এই আদর্শে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চায়। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নিষ্ঠাবোধ ও চারিত্রিক দৃঢ়তা সৃষ্টি করা; দুর্নীতির বিরুদ্ধে তীব্র ঘৃণা সৃষ্টি করা এবং সর্বোপরি গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্ব-স্ব কর্ম এলাকায় স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দেহসের স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এবং প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে 'সততা সংঘ' (Integrity Unit) গড়ে তুলেছে কমিশন। সততা সংঘের গঠনতন্ত্র ও কার্যনির্দেশিকা-২০১৫ অনুসারে 'সততা সংঘ' এর সদস্যরা হবে সম্পূর্নভাবে স্বেচ্ছাসেবী, সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের প্রভাবমুক্ত এবং আইনের বিধানাবলির সঙ্গে অসঙ্গতিপূর্ণ অথবা আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কার্যক্রমে জড়িত হবে না।
প্রতিটি সততা সংঘ - এ একই শিক্ষা প্রতিষ্ঠানের ১১ (এগার) জন শিক্ষার্থীর সমন্বয়ে কার্যনির্বাহী কমিটি এবং ৩ (তিন) থেকে ৫ (পাঁচ) জন শিক্ষকের পরামর্শক কাউন্সিল (Advisory Council) গঠন করা হয়। ঐ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সাধারণ সদস্য হবেন। পরামর্শক কাউন্সিলের সাথে পরামর্শক্রমে মহানগর/জেলা/উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটি আগ্রহী ছা-ছাত্রীদের মধ্য থেকে প্রতিটি 'সততা সংঘের' কার্য নির্বাহীকমিটির সদস্য, সভাপতি ও সম্পাদক মনোনীত হবেন।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি 'সততা সংঘ' শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণসহ সকল প্রকার জনহিতকর কার্যক্রমে অংশগ্রহণ করছে। এ ক্ষেত্রে কমিশন সীমিত সামর্থ্য নিয়ে সততা সংঘের সদস্যদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে উপজেলা, জেলা ও শহরগুলোতে মানববন্ধন, পদযাত্রা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, নাটক, বিতর্ক, কার্টুন ও রচনা প্রতিযোগিতাসহ বহুমূখী কর্মসূচি বাস্তবায়ন করছে। কমিশন এর সীমিত সামর্থে সততা সংঘের সদস্যদের মাঝে বিভিন্ন সুবচন সংবলিত শিক্ষা উপকরণ যেমন খাতা, স্কেল, জ্যামিতি বক্স, ইত্যাদি প্রদান করে আসছে। কমিশন দৃড়ভাবে বিশ্বাস করে, আগামী প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
কমিশন বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এর সঙ্গে পারস্পারিক সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে তাদের সাথে যৌথভাবে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন কার্যক্রম পরিচালনার নিমিত্তে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এবং দুর্নীতি দমন কমিশনের অনুপ্রেরণায় গঠিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান 'সততা সংঘ' এর সদস্যদের নৈতিকতা, দুর্নীতিবিরোধী যোগাযোগ কৌশল, তথ্য প্রযুক্তি, তথ্য অধিকার আইন, জেন্ডার উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও সুশাসন ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে। সততা সংঘের অধিকাংশ কার্যক্রম স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পাদিত হয়।
বিভাগ ভিত্তিক সততা সংঘের পরিসংখ্যান (মার্চ, ২০১৮ খ্রি: পর্যন্ত)
বিভাগের নাম |
সততা সংঘের সংখ্যা |
ঢাকা ও ময়মনসিংহ |
৬,০১৬ টি |
চট্টগ্রাম |
৪,৪৫৪ টি |
রাজশাহী ও রংপুর |
৭,৩৫১ টি |
খুলনা |
৪,০৭৭ টি |
বরিশাল |
২,২৫৫ টি |
সিলেট |
১,৩০৫ টি |
সর্বমোট = |
২৫,৪৪১ টি |
বিভাগ ভিত্তিক সততা সংঘের পরিসংখ্যানের চিত্র (মার্চ, ২০১৮ খ্রি: পর্যন্ত)
২০১৭ সালে সততা সংঘসমূহের কার্যক্রমঃ
বিভাগের নাম |
আলোচনা সভা |
বিতর্ক প্রতিযোগিতা |
রচনা প্রতিযোগিতা |
মানববন্ধন |
র্যালি |
সেমিনার |
নাটক |
বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা |
অন্যান্য |
ঢাকা ও ময়মনসিংহ |
১,৯১২ |
৯৯ |
৯৯ |
৪৩৯ |
৩৯০ |
১২৬ |
৫৫ |
৪৭৬ |
২৬২ |
চট্টগ্রাম |
১৩২ |
৪৪ |
৪২ |
১৩০ |
১০০ |
১০ |
০৬ |
৪৪ |
০৯ |
রাজশাহী ও রংপুর |
১,১২০ |
৫৫ |
২৯ |
১৯৯ |
১৯৭ |
০৪ |
০৩ |
৬৩ |
৮৬ |
খুলনা |
২৯৬ |
৫৩ |
২৫ |
৯৭ |
৯৩ |
০৭ |
০৩ |
৬০ |
৩৩১ |
বরিশাল |
১৭৭ |
১৮ |
০৭ |
৮৩ |
৪৪ |
০৮ |
১৩ |
৩০ |
১৭ |
সিলেট |
৭৭ |
১৭ |
১৬ |
৪২ |
২৬ |
- |
- |
৪৪ |
- |
সর্বমোট = |
৩,৭১৪ |
২৮৬ |
২১৮ |
৯৯০ |
৮৫০ |
১৫৫ |
৮০ |
৭১৭ |
৭০৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস